President, Saint Francis Xavier High School




বর্তমান তথ্য যোগাযোগ ও প্রযুক্তির বিশ্বে  সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলের পরিচালনা পরিষদের পক্ষ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর মাধ্যমে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

অদ্যাবধি অত্র শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সারা বছরের শিক্ষা কার্যক্রমের একটি সুন্দর চিত্র তৈরী করে বিধায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার মিশনারী স্কুল, দিনাজপুর খুব অল্প সময়ের মধ্যে শিক্ষার সুন্দর পরিবেশ ও অবকাঠামো তৈরী করতে সক্ষম হয়েছে। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে, সুশিক্ষিত মানব গঠন ও মানসম্পন্ন শিক্ষা দান করা। স্কুল পরিচালনা পরিষদের দক্ষ পরিচালনা, স্কুলের নিয়ম শৃংখলা এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর নিবেদিত পরিশ্রম একটি শিক্ষা বান্ধব পরিবেশ বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

 

দেশের সম্বন্বিত উন্নয়নের জন্য শুধু মেধা ও অর্থ যথেষ্ট নয়, দেশের সম্বন্বিত উন্নয়নের জন্য অর্থ ও মেধার সঙ্গে প্রয়োজন সৎ ও ভাল মানুষের। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হবে মেধাবী ছাত্রের পাশাপাশি ভাল মানুষ গড়ে তোলার জন্য কাজ করা। শুধুমাত্র অর্থনৈতিক ও বৈষয়িক উন্নতি, প্রকৃত সুখ ও সমৃদ্ধি আনতে পারে না, এর জন্য প্রয়োজন শিক্ষিত মানব সম্পদ। আর সেই লক্ষ্যে অর্থাৎ শিক্ষিত মানব সম্পদ তৈরির করার ক্ষেত্রে অত্র শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের শুভেচ্ছা জ্ঞাপন করি এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।